24 C
আবহাওয়া
১১:৩৭ অপরাহ্ণ - মার্চ ২৩, ২০২৫
Bnanews24.com
Home » বিকল হওয়া ট্রলারসহ ৮ জেলে উদ্ধার

বিকল হওয়া ট্রলারসহ ৮ জেলে উদ্ধার


বিএনএ, কক্সবাজার —বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ট্রলার বিকল হয়ে সাগরে ৬ দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেসহ ট্রলারটি উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।শনিবার (২২ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৬ মার্চ রোববার ‘এম ভি মালেক শাহ’ নামে একটি ফিশিং ট্রলার চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে মাছ ধরার উদ্দেশে সমুদ্রে যায়। ওইদিন রাত ৯টা থেকে ট্রলারের ইঞ্জিনের শ্যাফট ও প্রোপেলার ভেঙে গিয়ে নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে থাকে। শুক্রবার রাতে ট্রলারটি কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা কোস্টগার্ডের শরণাপন্ন হয়। বিষয়টি সাগরে টহলরত জাহাজ বিসিজিএস তানভীর ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে মধ্যরাত ৮ জন জেলেসহ বিকল হওয়া ট্রলারটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত ৬ দিন ধরে ভাসমান জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। পাশাপাশি, ফিশিং ট্রলার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে ট্রলারসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন,ওজি

Loading


শিরোনাম বিএনএ