16 C
আবহাওয়া
৬:১৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশের জালে ফিলিস্তিনের ৫ গোল

বাংলাদেশের জালে ফিলিস্তিনের ৫ গোল

গোল

স্পোর্টস ডেস্ক: কুয়েতের জাবের আল-আহমাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের জালে রীতিমত গোল উৎসব করেছে ফিলিস্তিন। ওদায় দাবাঘের হ্যাটট্রিকে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে জামালরা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ফিলিস্তিনের চেয়ে ঢের পিছিয়ে বাংলাদেশ। ফিলিস্তিন যেখানে ৯৭তম স্থানে বাংলাদেশ সেখানে ১৮৩তম। তবে খেলার শুরুতে তা বুঝতে দেয়নি জামালরা। ৪২ মিনিট পর্যন্ত ফিলিস্তিনের আক্রমণ রুখে দেওয়ার পাশাপাশি পাল্টা আক্রমণে তৈরি করেছিল গোলের সুযোগ। ম্যাচের ২৭তম মিনিটে পাওয়া সুযোগটি কাজে লাগাতে পারেননি সোহেল রানা।

ম্যাচের ৪৩তম মিনিটে ফিলিস্তিন লিড তুলে নেয়ার পর যেন খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। বক্সে ঢুকে সতীর্থের পাস দখলে নিয়ে শট নেন আবু ওয়ার্দা। সেটি ঠেকিয়ে দেন বাংলাদেশি গোলরক্ষক মিতুল মারমা। কিন্তু পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। সেটি পেয়ে জোরালো শটে জালে জড়ান দাবাঘ। যোগ করা সময়ে ডিফেন্ডারদের ব্যর্থতায় বক্সে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন শেহাব কুনবার।

বিরতির পর ৪৯তম মিনিটে বাংলাদেশের দুঃখ বাড়িয়ে ফিলিস্তিনকে তৃতীয় গোলটি এনে দেন কুনবার। চার মিনিট না যেতেই সে ব্যবধান ৪-০ করেন দাবাঘ। মিতুল ও ডিফেন্ডারদের দক্ষতায় ৭১তম মিনিটে আরেকটি গোল হজম থেকে রক্ষা পায় বাংলাদেশ। তবে ৬ মিনিট পর আর জাল অক্ষত রাখতে পারেননি মিতুল। প্রথম চেষ্টায় দাবাঘের শট ঠেকিয়েছিলেন। কিন্তু ক্লিয়ার করতে পারেননি। বল ফের পেয়ে যান দাবাঘ। জালে জড়িয়ে হ্যাটট্রিক তুলে নেন ফিলিস্তিনের এ স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধের একের পর এক চাপ সামলানোর মাঝে ৮৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শট নেন জামাল। কিন্তু সেটা লক্ষ্যে থাকেনি। শেষ পর্যন্ত ৫-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বড় হারে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে চার দলের মধ্যে তলানিতেই অবস্থান জামালদের। ৩ ম্যাচে এক ড্রয়ে তাদের পয়েন্ট ১। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লেবাননকে পেছনে ফেলে টেবিলের দুইয়ে উঠে এসেছে ফিলিস্তিন। ৩ ম্যাচের সবকটিতে জয় তুলে শীর্ষে অস্ট্রেলিয়া। আগামী ২৬ মার্চ ঘরের মাঠে দ্বিতীয় লেগে ফিলিস্তিনকে ঘরের মাঠে স্বাগত জানাবে বাংলাদেশ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ