21 C
আবহাওয়া
১২:০১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » “দেশে ৭৫ লাখের বেশি মাদকাসক্ত রয়েছে”

“দেশে ৭৫ লাখের বেশি মাদকাসক্ত রয়েছে”


বিএনএ, ফেনী:বেসরকারিভাবে দেশে ৭৫ লাখের বেশি মাদকাসক্ত রয়েছে।  মাদকসেবিদের মধ্যে ৮০ শতাংশই যুবক, তাদের ৪৩ শতাংশ বেকার। ৫০ শতাংশ অপরাধের সঙ্গে জড়িত  । কিছুদিন আগেই যারা ফেন্সিডিলে আসক্ত ছিলো তাদের অধিকাংশ ইয়াবা আসক্ত, অথচ ৮০ ভাগ ইয়াবাতে ভেজাল।

বুধবার(২২ মার্চ) ফেনীর ছাগলনাইয়ার মনুরহাটস্থ আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও দ্যা বাংলাদেশ এন্ট্রি ড্রাগ ফেডারেশনের যৌথ আয়োজনে মাদকমুক্ত সুস্থ জীবন শীর্ষক সেমিনার ও সচেতনতামুলক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড.মাহতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বেগম রোকেয়া বিশ্বিবদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্যা এন্ট্রি ড্রাগ ফেডারেশনের উপদেষ্টা এবং সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান মজুমদার। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মাদকদ্রব্য অধিদপ্তর ফেনীর উপপরিচালক মিজানুল রহমান শরিফ, দ্যা বাংলাদেশ এন্ট্রি ড্রাগ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম রনি।

স্বাগত বক্তব্য রাখেন কলেজের শিক্ষক সম্পাদক মোঃ সলিমুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট কবি, ডেইলি স্টার পত্রিকার সাহিত্য সম্পাদক ইমরান মাহফুজ।

প্রধান অতিথি মাদক নির্মুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

মিজানুর রহমান মজুমদার বলেন, এ কলেজের ৫ জন গরীব মেধাবী শিক্ষার্থীর উচ্চ শিক্ষার সম্পূর্ণ দায়ভার নেব। তাদের  লেখাপড়া শেষে চাকুরির সুযোগ করে দেয়া হবে।

এ সময় উপস্থিত অতিথিরা তাঁর এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানের প্রথম পর্বে কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেমিনারে কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ