18 C
আবহাওয়া
১:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চল্লিশ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

চল্লিশ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়


বিএনএ, ইবি : ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি) পবিত্র রমজান ও ঈদুল ফিতরের বন্ধ শুরু হচ্ছে আগামীকাল ২৩ মার্চ। দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলবে ২ মে। বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ, শব-ই-ক্বদর, ঈদুল ফিতর ও মে দিবস উপলক্ষে ২৩ মার্চ থেকে ১ মে পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস সমূহ বন্ধ থাকবে। এ ছাড়া ছুটিতে বিভাগ পরীক্ষা পরিচালনা করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পবিত্র রমজান মাসে অফিস সময়সূচি সকাল ৯ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ, শব-ই-ক্বদর, ঈদুল ফিতর ও মে দিবসে অফিস বন্ধ থাকবে। তবে জরুরী সেবা সমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, এস্টেট ও নিরাপত্তা) চালু থাকবে।

হল খোলা থাকার বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, হলের বিষয়ে আমাদের এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নাই। তবে আমাদের এখন প্রাথমিক সিদ্ধান্ত হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল হল বন্ধ থাকবে।

বিএনএ/  তারিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ