27 C
আবহাওয়া
৫:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » কুবিতে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

কুবিতে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

কুবিতে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অব্যাহতি দেওয়া হয়েছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদকে।

মঙ্গলবার (২২ মার্চ) শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদ  বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিসুর রহমানকে মারধর করে। এ অভিযোগে  বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ প্রতিনিধি দল ভুক্তভোগী আনিসুর রহমানের সাথে  কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত ওয়াকিল আহমদকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।। তাকে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট অনুরোধ করা হয় ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘ঘটনার পরে আমরা তদন্ত কমিটি গঠন করি। কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এর আগে ২১ মার্চ সন্ধ্যা ৭ টায় ওয়াকিল আহমেদকে চিনতে না পেরে ‘তুমি’ বলে সম্বোধন করায় মারধরের শিকার হোন বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিসুর রহমান। এ ঘটনায় তার বাঁ চোখ গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনএ/ হাবিবুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ