28 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - অক্টোবর ৬, ২০২৪
Bnanews24.com
Home » সড়ক দুর্ঘটনার কবলে কুবির ২ শিক্ষার্থীসহ আহত ৩

সড়ক দুর্ঘটনার কবলে কুবির ২ শিক্ষার্থীসহ আহত ৩

মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১

বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধ্যয়নরত দুই শিক্ষার্থী ও বেসরকারি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাসহ তিনজন মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) আনুমানিক রাত বারোটায় দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, দুর্ঘটনায় আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম’স বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী হাবিব হৃদয় এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী আরিফ ও একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল। হাবিব হৃদয়কে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে। আহত আরিফ ও সাইফুল কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।

কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউর কর্তব্যরত চিকিৎসক ডা. নুর বলেন, আহত হৃদয়ের চিকিৎসা চলছে। ওনার মাথার সামনের অংশে গুরুতর আঘাত রয়েছে। দুর্ঘটনা কবলিতদের সাথে থাকা অপর মোটর সাইকেলের যাত্রী হৃদয় সূত্রে জানা যায়, হাবিব হৃদয়, আরিফসহ কয়েকজন কয়েকটি মোটরবাইকযোগে লালমাই থেকে নগরীর রেইসকোর্সে যাওয়ার সময় বিজয়পুর রেলক্রসিং এলাকায় হৃদয়ের মোটরসাইকেল সড়কের পাশের খুঁটির সাথে ধাক্কা খায়। এতে তিনজন আহত হয়।

এ বিষয়ে লাকসাম হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাকসুদ আহমেদ বলেন, দুর্ঘটনা যেহেতু রাতে ঘটেছে। বিষয়টি আমরা জানতে পারিনি। নিজেরা নিজেরা যেহেতু এক্সিডেন্ট করছে আমাদের কাছে অভিযোগও করেনি। তবে খোঁজ নিয়ে বিষয়টি জানার চেষ্টা করছি।

প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, রাতে দুর্ঘটনায় আমাদের দুইজন ছাত্র আহত হয়েছে বলে শুনেছি। আমি খোঁজখবর রাখছি, সঠিকভাবে চিকিৎসা হচ্ছে কিনা। এছাড়া বিজয়পুর ইউনিয়নের চেয়ারম্যানকেও বিষয়টি দেখতে বলেছি।

বিএনএনিউজ২৪.কম/হাবিবুর রহমান হাবিব/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ