30 C
আবহাওয়া
১১:৫১ অপরাহ্ণ - আগস্ট ১৬, ২০২৫
Bnanews24.com
Home » তনুশ্রীকে পোশাক খুলে নাচতে বলেন পরিচালক!

তনুশ্রীকে পোশাক খুলে নাচতে বলেন পরিচালক!

তনুশ্রী

বিএনএ বিনোদন ডেস্ক: পরিচালক অগ্নিহোত্রীরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দত্ত।

‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী। দীর্ঘ ক্যারিয়ারে অম্ল-মধুর বহু অভিজ্ঞতা হয়েছে। শিকার হয়েছেন যৌন হেনস্তারও। ভয়ে চুপ না থেকে সাহসী হয়ে প্রকাশ্যে আনেন সেই অভিজ্ঞতার কথা। ২০১৮ সালে বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তোলেন তিনি।

তবে ঘটনাটি ২০০৫ সালের। তখন বলিউডে তনুশ্রী নবীন শিল্পী। ‘চকলেট: ডিপ ডার্ক সিক্রেটস’ সিনেমার শ্যুটিংয়ের সময়ই তিক্ত অভিজ্ঞতা হয়। তনুশ্রী বলেন, ‘আমার শট ছিল না। আমি ক্যামেরার পেছনে দাঁড়িয়ে দেখছিলাম। ইরফান খানের মুখের ক্লোজআপ শট নেওয়া হচ্ছিল। আমি নিজের পোশাকের উপর একটি তোয়ালে জড়িয়ে দৃশ্যটি দেখছিলাম। হঠাৎ পরিচালক বিবেক অগ্নিহোত্রী আমাকে বলেন, ‘যাও, ইরফানের সামনে গিয়ে কাপড় খুলে নাচ। তাহলে ইরফানের সুবিধা হবে অভিনয় করতে।’

তনুশ্রী আরও বলেন, আমি হতবাক হয়ে যাই এটা শুনে। কিন্তু ইরফান আমাকে রক্ষা করেন। তিনি বলেন, ‘আমার সাহায্যের প্রয়োজন নেই। আমি অভিনেতা। কিছু না দেখলেও প্রয়োজনীয় অভিব্যক্তি ফুটে উঠবে আমার মুখে।’

যদিও তনুশ্রীর এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন বিবেক অগ্নিহোত্রী। তিনি বলেছিলেন, জনপ্রিয়তা অর্জন করার জন্য এবং আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব কথা বলা হয়েছে। আদতে সব মিথ্যা ও ভিত্তিহীন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ