30 C
আবহাওয়া
১২:০৬ পূর্বাহ্ণ - মে ১০, ২০২৫
Bnanews24.com
Home » আগুনে গরু পুড়ে নিঃস্ব মহিলাকে বাছুর দিলেন সমাজকর্মী হাসান উদ্দীন

আগুনে গরু পুড়ে নিঃস্ব মহিলাকে বাছুর দিলেন সমাজকর্মী হাসান উদ্দীন

আগুনে গরু পুড়ে নিঃস্ব মহিলাকে বাচুর দিলেন সমাজকর্মী হাসান উদ্দীন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গোয়াল ঘরে আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায় দেড় লক্ষ টাকার গাভী। এতে স্বামী হারা দুই শিশুকে নিয়ে অসহায় হয়ে পড়েন গৃহস্থি মহিলা। এবার সেই মহিলাকে পুনর্বাসন করতে বাচুর উপহার দিয়েছেন সমাজকর্মী রামিসা এন্টারপ্রাইজ’র পরিচালক হাসান উদ্দীন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে হাসান উদ্দীনের নিজ বাড়ীতে অসহায় মহিলাকে গরুর বাচুর হস্তান্তর করেন। গরু পেয়ে আবেগে ভেঙে পড়েন মহিলা।

মহিলা জানান, আমি এই গরুর দুধ বিক্রি করে কোনভাবে সংসার চালাতাম। আমার প্রতিবন্ধী ছেলে রয়েছে খুব কষ্টের মাঝে গরুটা ছিল আমার সম্ভল। ঘটনার পর বড় ভাই ডেকে এনে আজকে আমাকে গরু দিয়েছে। দোয়া ছাড়া আর কোন উপায় নাই। ভাইয়ের জন্য সবার জন্য দোয়া করছি।

সমাজকর্মী হাসান উদ্দীন জানান, ঘটনার খবর পেয়ে আসলে খুব খারাপ লেগেছে। আমি চেষ্টা করছি পাশে থাকতে। আল্লাহ সবার সহায়ক হোক। সকলের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া উচিৎ।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর গ্রামের বাচিয়ে’বর ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকালে আমাতুর গোয়ালঘরে আগুন লেগে যায়। এসময় আগুনে তার দেড় লক্ষাধিক টাকার গরু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে এক বৃদ্ধ আহত হয় । পরে ওই বৃদ্ধ মৃত্যু বরণ করেন হাসপাতালে।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ