20 C
আবহাওয়া
৯:৫৪ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ফ্রান্সে শিক্ষার্থীর ছুরিকাঘাতে শিক্ষকের মৃত্যু

ফ্রান্সে শিক্ষার্থীর ছুরিকাঘাতে শিক্ষকের মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : ফ্রান্সে একটি মাধ্যমিক স্কুলে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে পঞ্চাশোর্ধ্ব নারী শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে সেইন্ট-জ্যাঁ-দ্য-লুজ শহরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। খবর: বিবিসি।

এক টুইটবার্তায় ফরাসি শিক্ষামন্ত্রী প্যাপ এনদিয়ে নিহত শিক্ষকের পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান। তিনি তাৎক্ষণিক সেইন্ট-জ্যাঁ-দ্য-লুজের পথে রওনা দিয়েছেন বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়।

জানা গেছে, ক্লাসে পাঠদান করছিলেন স্প্যানিশ বিষয়ের ওই শিক্ষক। এমন সময় ঐ শিক্ষার্থী ছুরি নিয়ে প্রবেশ করে দরজা বন্ধ করে তার ওপর হামলা চালায়। তার বুকে ছুরিকাঘাত করা হয়। জরুরি বিভাগের কর্মীরা আসার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ওই শিক্ষক।

ফরাসি সরকারের মুখপাত্র অলিভিয়ের ভেরান জানান, হামলাকারী ১৬ বছর বয়সী ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সম্ভবত তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এ ঘটনার সাথে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কোনো যোগসাজশ খুঁজে পাওয়া যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ