19 C
আবহাওয়া
৩:৪১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আন্দরকিল্লায় আগুন : ১ জনের মরদেহ উদ্ধার

আন্দরকিল্লায় আগুন : ১ জনের মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের আন্দরকিল্লায় মার্কেটে আগুন লেগেছে। একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে নিশ্চিত করা যায়নি তার পরিচয়।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর।

তিনি বলেন, আন্দরকিল্লার সমবায় মার্কেটের একটি ওয়েল্ডিং কারখানায় আগুন লাগে। পরবর্তী সময়ে আশপাশের তিন-চারটি প্রিন্টিং প্রেসসহ পাশের তিন তলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও সমবায় মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স প্রায় ৪০ বছর বলে জানান তিনি।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ