বিএনএ, ঢাকা : রাজধানীর নীলক্ষেতে বই মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার ৪৮ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার মার্কেট বন্ধের দিন হলেও শাহজালাল মার্কেটের কয়েকটি দোকান খোলা ছিল। সেসব দোকান থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইতোমধ্যে অনেক দোকানের বই পুড়ে গেছে। যেসব দোকানে এখনও আগুন ছড়ায়নি, সেসব দোকানের মালিকরা বই সরানোর কাজে ছুটোছুটি করতে দেখা গেছে।
বিএনএনিউজ/এইচ.এম।