26 C
আবহাওয়া
৮:১৯ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে বায়ুদূষণকারী পরিবহনের বিরুদ্ধে অভিযান চলছে

রাজধানীতে বায়ুদূষণকারী পরিবহনের বিরুদ্ধে অভিযান চলছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

ঢাকা : রাজধানীতে বায়ুদূষণকারী পরিবহনের বিরুদ্ধে অভিযান চলছে। বুধবার(২২ জানুয়ারি) ঢাকার শাহবাগ এলাকায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ২টি মামলায় ২ হাজার টাকা জরিমানা এবং ৮টি পরিবহনকে সতর্ক করা হয়।

গাজীপুর এবং ঢাকার বাংলামটর ও মিরপুর এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে ৩টি মোবাইল কোর্ট অভিযানে ২টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থাপনায় অবৈধ ইটভাটা, নিষিদ্ধ পলিথিন এবং বায়ুদূষণ রোধে এসব মোবাইল কোর্ট পরিচালিত হয়।

গোপালগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, সাতক্ষীরা, ফেনী, চাঁদপুর, মাদারীপুর, গাজীপুর ও ঢাকায় ৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ২৫টি মামলায় ৫৩ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ-সহ ৮টি ইটভাটার বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

চাঁদপুর, ফেনী, নাটোর, নেত্রকোণা ও গাজীপুরে নিষিদ্ধ পলিথিন নিয়ে ৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১১টি মামলায় ৫৩ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় এবং ২ হাজার ৫৬৫ কেজি পলিথিন জব্দ-সহ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ