26 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষনা

ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষনা


বিএনএ, ডেস্ক: দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবস শেষে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, চীন থেকে যেসব পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে আসে, সেসব পণ্যের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

সূত্র জানায়, নির্বাচনী প্রচারের সময়ে ট্রাম্প চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছিলেন। তবে ক্ষমতায় বসার পর তিনি সেই তুলনায় অনেক কম শুল্ক আরোপের ঘোষণা দিলেন। এমনকি চীনা পণ্যের ওপর ট্রাম্প যে শুল্ক আরোপ করলেন, তা কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর জারি করা শুল্কের চেয়েও কম। ওই দুই দেশের পণ্যের ওপর ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার চীন। যুক্তরাষ্ট্রের বাজার চীনের পণ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তারপরও চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ব্যাপারে ট্রাম্প জানান, চীন থেকে আসা ভয়াবহ মাদক ফেন্টানিলের কারণেই দেশটির বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘চীন থেকে অতিমাত্রায় ফেন্টানিল আসছে এবং যুক্তরাষ্ট্র রীতিমতো সয়লাব হয়ে গেছে এই মাদকে। আমি আশা করব, শুল্ক বৃদ্ধির পর বেইজিং এই মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর হবে।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ