28 C
আবহাওয়া
৭:২২ অপরাহ্ণ - আগস্ট ২৩, ২০২৫
Bnanews24.com
Home » দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

বিএনএ, রাজবাড়ি: ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে টানা সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেরি বন্ধ থাকায় যানবাহনগুলো ফেরি পারাপারের অপেক্ষায় থাকে। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ঘন কুয়াশার মধ্যে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে করে যাত্রীদের পারাপার করছে ঘাটের কিছু অসাধু চক্র।

অন্যদিকে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচলও স্বাভাবিক হয়েছে। বর্তমানে এ নৌপথে ১৬টি লঞ্চ চলাচল করছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্নে চলছে।

তিনি বলেন, ফেরি চলাচল বন্ধ থাকাকালীন জরুরি পণ্যবাহী ট্রাক ও যাত্রীরা বিশেষভাবে ভোগান্তির শিকার হন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যানবাহন ও যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলে মোট ১২টি ফেরি চলাচল করছে।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ