বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুইটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জ্বালানি কাঠ জব্দ ও ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার বাটনাতলী ইউনিয়নের পান্নাবিল ও তুলাবিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন। এ সময় পান্নাবিল এলাকার থ্রি স্টার ইটভাটা থেকে অবৈধ জ্বালানী কাঠ জব্দ ও তুলাবিলস্থ সেলিম এন্ড ট্রেড ইটভাটাকে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রন) আইন এর ৫(১) ধারায় অপরাধে ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ ম্যাজিস্ট্রেটের নির্দেশে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে উভয় ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেন।
বিএনএনিউজ/ আনোয়ার/এইচ.এম/এইচমুন্নী