27 C
আবহাওয়া
৪:৫৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নানা-নাতনী

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পদুয়া নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো. আবছার (৪০), চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া থানার বাবুলের ছেলে মো. জাহেদ (২৭)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়ার পদুয়ার নয়াপাড়া এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ওই তিন জনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

লোহাগাড়া ফায়ার স্টেশনের টিম লিডার মো. জাহাঙ্গীর আলম জানান, আমরা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ট্রাকের নিচ থেকে চাপা অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ