বিএনএ,ঢাকা: রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে ট্রাকের ধাক্কায় লাবনী আক্তার (২৪) নামে এক নার্স নিহত হয়েছেন।ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া থাকতেন তিনি। রোববার(২১ জানুয়ারী) দিবাগত রাত সোয়া একটার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
মৃত লাবনী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বট বালিগাঁও গ্রামের মো. বাবুল গাজীর মেয়ে। তিনি একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ করতেন।
লাবনীর ভাই জামাল হোসেন বলেন, ‘আমার বোন স্থানীয় একটি হাসপাতালে নার্স ছিল। গতরাতে কাজ শেষে বাসায় ফেরার পথে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এস আই) সাইদুর রহমান জানান, ‘ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন,এই ঘটনায় ট্রাক ও চালক পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
বিএনএনিউজ/ আজিজুল, রেহানা, ওজি/ হাসনা