16 C
আবহাওয়া
১০:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » সংসদে এইচআইভি রোগীর সংখ্যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

সংসদে এইচআইভি রোগীর সংখ্যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

সংসদে এইচআইভি রোগীর সংখ্যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

বিএনএ: দেশে বর্তমানে শনাক্ত হওয়া এইচআইভি রোগীর সংখ্যা ৯ হাজার ৭০৮ জন। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২২ জানুয়ারি) বিকেলে অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম লুৎফুন নেসা খানের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে শনাক্ত এইচআইভি রোগীর সংখ্যা ৯ হাজার ৭০৮ জন। এর মধ্যে চিকিৎসাধীন ৬ হাজার ৭৫ জন। এ ছাড়া এইডস শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৮২০ জন।

জাহিদ মালেক বলেন, বর্তমানে ১১টি সরকারি হাসপাতাল থেকে এইচআইভি রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। ২৩টি সরকারি হাসপাতালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করা হচ্ছে। ৮টি এনজিও প্রতিষ্ঠান থেকে ড্রাগ ইউজারদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এছাড়া সরকারি ও বেসরকারি মিলে ১৩৪টি ড্রপ-ইন-সেন্টার থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি প্রতিরোধমূলক সেবা দেয়া হচ্ছে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ