32 C
আবহাওয়া
৪:০০ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৫
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গোলাগুলিতে নিহত ১০

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গোলাগুলিতে নিহত ১০

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গোলাগুলিতে নিহত ১০

বিএনএ: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি পার্কে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

রোববার (২২ জানুয়ারি) স্থানীয় পুলিশের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটের দিকে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় আট মাইল পূর্বে মোনাটারি পার্কে হামলার এ ঘটনা ঘটে। এর আগে নববর্ষ উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষ পার্কটিতে জড়ো হন।

গুলিতে কতজন আহত হয়েছেন বা কাউকে গ্রেফতার করা হয়েছে কি-না পুলিশ তা এখনও নিশ্চিত করতে পারে নি। তবে গুলি চালানো ব্যক্তি একজন পুরুষ বলে সন্দেহ করছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে।

দুইদিনের চান্দ্র নববর্ষ অনুষ্ঠানে আসা মানুষ সারাদিন মোনাটারি পার্কে চীনের বিশেষ খাবার, গয়না ও অন্যান্য পণ্য কেনাসহ বিভিন্ন আয়োজন নিয়ে উৎসবে মেতেছিলেন।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ