25 C
আবহাওয়া
৫:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » ভারতে ২৪ ঘণ্টায় করোনায় ৪৮৮ মৃত্যু

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় ৪৮৮ মৃত্যু

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। শনিবার সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩ লাখ ৩৭ হাজার ৭০৪ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ২২ শতাংশ।

শনিবার (২২ জানুয়ারি) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। এতে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৮ হাজার ৮৮৪ জনে।

এর আগের ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ৪৭ হাজার ২৫৪ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৯৪ শতাংশ। অর্থাৎ এক দিনের ব্যবধানে ভারতে নতুন রোগীর সংখ্যা দশমিক ৭২ শতাংশ কমেছে। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৭৩১ জনে। এদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩ কোটি ৬৩ লাখ ১ হাজার ৪৮২ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে ২ লাখ ৯৩ হাজার ২৫৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এক সপ্তাহে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৫ শতাংশ।

এদিকে ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণও বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত দেশটিতে করোনার এই ধরনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫০ জনে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভারতের ২৯টি প্রদেশে করোনার ওমিক্রন ধরনটি ছড়িয়ে পড়েছে। তবে মহারাষ্ট্র, রাজস্থান ও দিল্লিতেই ওমিক্রনের সংক্রমণ বেশি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ