বিএনএ, বিশ্বডেস্ক : ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের ভয়াবহ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ ব্যাপারে তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেন যুদ্ধে জড়িত সব পক্ষকে গুতেরেস আবারো একথা জানিয়ে দিয়েছেন যে, আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা নিষিদ্ধ। তিনি অবিলম্বে শুক্রবারের হামলার ‘স্বচ্ছ ও কার্যকর’ তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন।
ইয়েমেনের সা’দা ও হুদায়দা প্রদেশে শুক্রবারের ভয়াবহ হামলায় অন্তত ৭৬ জন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
গুতেরেসের আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভপতিও এ হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। নরওয়ে বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে।
জাতিসংঘে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ও নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি মুনা জুল ইয়েমেনে সৌদি জোটের শুক্রবারের হামলার ব্যাপারে উদ্বেগও প্রকাশ করেন। (পার্সটুডে)
বিএনএনিউজ/এইচ.এম।