21 C
আবহাওয়া
৮:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » অভিনব : কানের দুলে ২৩ লক্ষ টাকার মাদক!

অভিনব : কানের দুলে ২৩ লক্ষ টাকার মাদক!

অভিনব : কানের দুলে ২৩ লক্ষ টাকার মাদক!

বিএনএ, বিশ্বডেস্ক : কানের দুলে পাওয়া গেল প্রায় ২২ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২২ লক্ষ ৭২ হাজার টাকা প্রায়) মূল্যের মাদক। জার্মানির ফাঙ্কফুটৃ বিমানবন্দরে তল্লাশি চালাতে গেলে এক ব্যক্তির কাছে থাকা কানের দুলে ধরা পড়ে হেরোইন ও অ্যাম্ফিটামিন। শুক্রবার (২২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট কাস্টমস৷

কানের দুলে লুকানো ছিল ২০০ গ্রাম হেরোইন এবং ১২০০ গ্রাম অ্যাম্ফিটামিন লুকানো ছিল একটি ছোট্ট টুলের ভেতরে৷ মাদকসহ দুটো প্যাকেটই আফ্রিকা থেকে কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়েছে৷ জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের বিমানবন্দরে প্যাকেটগুলো স্ক্যান করার সময় কাস্টমস অফিসাররদের সন্দেহ হওয়ায় সেগুলো খোলা হয়৷ যদিও ভেতরে হস্তশিল্পের পণ্য থাকার কথা প্যাকেটের গায়ে স্পষ্ট করে লেখা ছিল কিন্তু ভেতরে পাওয়া গেল মাদক৷

মাদকসহ প্যাকেট দুটো গত ৩০ ডিসেম্বর ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছায়৷ তবে শুল্কবিভাগ কৌশলগত কারণে বিষয়টি এতদিন গোপন রেখে শুক্রবার প্রকাশ করেছে৷ (ডয়েচে ভেলে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ