22 C
আবহাওয়া
৮:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » শনিবার মুজিববর্ষের উপহার পাচ্ছে ৬৬ হাজার ভূমিহীন পরিবার

শনিবার মুজিববর্ষের উপহার পাচ্ছে ৬৬ হাজার ভূমিহীন পরিবার

শনিবার মুজিববর্ষের উপহার পাচ্ছে ৬৬ হাজার ভূমিহীন পরিবার

বিএনএ,ঢাকা:মুজিববর্ষের উপহার হিসেবে আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৬৬ হাজার ১৮৯ ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর ও দলিল দেয়া হতে যাচ্ছে। শনিবার(২৩ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার উপকারভোগিদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব ঘর বুঝিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামি মাসের মধ্যেই আরও ১ লাখ ঘর বরাদ্দ করা হবে।

এদিন গৃহহীন প্রতিটি পরিবার ২ শতাংশ খাস জমির মালিকানা এবং দু’কক্ষ বিশিষ্ট ঘর পাবেন।পর্যায়ক্রমে ৯ লাখ পরিবারকে ঘর দেয়া হবে।যা বিশ্বের সর্ববৃহৎ আশ্রয়ণ কর্মসূচি।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ।বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন ও জলোচ্ছাসের মতো প্রাকৃতিক দুর্যোগে এদেশের অনেক মানুষ ভূমিহীন হয়ে পড়ছে।সেইসঙ্গে দারিদ্র্যের মতো কারণও রয়েছে। তবে ভূমিহীন ও গৃহহীন প্রায় ৯ লাখ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার।

আশ্রয়ণ প্রকল্পের ঘর সহায়-সম্বলহীন এই মানুষগুলোর মুখে হাসি ফুটিয়েছে। নানা অসহায়ত্বের গন্ডি পেরিয়ে, ঘর পাওয়া এসব মানুষ এখন নতুন জীবন গড়ার স্বপ্ন দেখছেন।ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বয়সের আশ্রয়হীন মানুষের স্বপ্নের কাছে পরম নিরাপদ আশ্রয় এই ঘরগুলো।

এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন মুজিববর্ষে কেউ ভূমিহীন-গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর সেই ঘোষণা অনুযায়ী মুজিববর্ষের উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহ ও ভূমিহীন এসব পরিবারকে ঘর তৈরি করে দেয়া হচ্ছে।

বিএনএনিউজ/আরকেসি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র