বিএনএ, নাটোর: নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার জোনাইল শিমুলতলা এলাকার কাছেদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু আলিজা খাতুন সময় টিভির স্টাফ রিপোর্টার আলতাফ হোসেনের একমাত্র মেয়ে।
বনপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে জোনাইল শিমুলতলা গ্রামের কাছেদ মোল্লার বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে তার বিল্ডিংটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে বাড়ির সদস্যরা দ্রুত বের হয়ে যান। পরে শিশুটিকে নেওয়া হয়নি দেখে তার মা বারবার ছুটে ঘরে ঢোকার চেষ্টা করলেও আগুনের ভয়াবহতার কারণে তিনি বা অন্য কেউ আর ঘরে ঢুকতে পারেননি।
তিনি আরও বলেন, এতে ঘুমিয়ে থাকা শিশু আলিজা খাতুন ঘরেই পুড়ে মারা যায়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত জানানো হবে।
বিএনএনিউজ/ বিএম