14 C
আবহাওয়া
১১:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » নরসিংদীতে পাওয়ার ল্যুম মালিককে পিটিয়ে হত্যা

নরসিংদীতে পাওয়ার ল্যুম মালিককে পিটিয়ে হত্যা


বিএনএ, নরসিংদী : নরসিংদীতে একটি পাওয়াল লুমের (এক ধরণের কাপড় বানানোর যন্ত্র) মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার মাধবদী উপজেলার কাঠালিয়া ইউনিয়নের কৌলাতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্দেহভাজন চার জনকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম নুর মোহাম্মদ (৪৫)। তিনি ওই এলাকার আলকাছ মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, মালিক-শ্রমিকের তর্কের এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়। কিছু শ্রমিকরা পুলিশে খবর দিলে সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রাথমিক সন্দেহে গ্রামবাসীর সহযোগিতায় চার শ্রমিককে আটক করা হয়েছে। তবে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনি নেওয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ