21 C
আবহাওয়া
৮:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মালয়েশিয়ার সমুদ্রবন্দরে নিষিদ্ধ ইসরায়েল

মালয়েশিয়ার সমুদ্রবন্দরে নিষিদ্ধ ইসরায়েল

মালয়েশিয়ার সমুদ্রবন্দরে নিষিদ্ধ ইসরায়েল

বিএনএ ডেস্ক : গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। গত আড়াই মাস ধরে এ গণহত্যার প্রতিবাদে এবার এ্যাকশানে গেল মালয়েশিয়া ।  মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন, তার দেশের সমুদ্রবন্দরে  ইসরাইলের  কোনো জাহাজ ভিড়তে পারবে না। বুধবার(২০ ডিসেম্বর) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এসব ঘোষণা দেন।

তিনি বলেন, যেসব জাহাজ ইসরায়েলের দিকে যাবে এবং  ইসরায়েলি পতাকা বহন করবে তারাও মালয়েশিয়ার কোনো বন্দর থেকে কার্গো বোঝাই করতে পারবে না।

আনোয়ার ইব্রাহিম বলেন, “মালয়েশিয়ার সরকার ইসরাইলভিত্তিক শিপিং কোম্পানি জিআইএম-কে মালয়েশিয়ার যেকোনো বন্দরে ডকিং থেকে নিষিদ্ধ ও অনুমোদন না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়া যা মৌলিক মানবিক নীতিমালা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।”

তিনি মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয়কে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন।

মালয়েশিয়ার মন্ত্রিসভা ২০০২ সালে ইসরায়েলি কোম্পানির জাহাজ মালয়েশিয়ার বন্দরে নোঙর করার অনুমতি দেয়। ২০০৫ সালে ইসরাইলের মালিকানাধীন জাহাজকেও মালয়েশিয়ার বন্দরে নোঙর করার সুবিধা দিয়েছে। কিন্তু এ আদেশের মধ্য দিয়ে সেই অনুমোদন প্রত্যাহার করা হলো।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ