22 C
আবহাওয়া
১১:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » জানা গেল চট্টগ্রাম নগরীতে ভবন হেলে পড়ার কারণ

জানা গেল চট্টগ্রাম নগরীতে ভবন হেলে পড়ার কারণ

জানা গেল চট্টগ্রাম নগরীতে ভবন হেলে পড়ার কারণ

বিএনএ চট্টগ্রাম: চট্রগ্রাম নগরীর মাঝিরঘাট এলাকায় একটি ৫ তলা ভবন ও  মন্দির হেলে পড়েছে। সোমবার (২০ ডিসেম্বর) রাতে মাঝিরঘাটের ফকির পাড়ায় এই ঘটনা ঘটে। ভবনের পাশাপাশি কয়েকটি সেমিপাকা ও রান্নাঘরের মাটি ফেটে যাওয়ায় এগুলো ধসের ঝুঁকিতে রয়েছে।

আশঙ্কার মুখে ভবনের ভাড়াটিয়ারা বাসা ত্যাগ করছেন। সেখানে ২০টি পরিবার বসবাস করছিল বলে জানা গেছে। ভবনটির মালিক হচ্ছেন স্বপন দাস, মনোরঞ্জন দাস ও মতি দাস।

এই বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. ফারুক হোসেন বলেন, ভবনটি হেলে পড়তে দেখে স্থানীয় বাসিন্দারা  ফায়ার সার্ভিসকে ফোন করে। খবরের পেয়ে উদ্ধার টিম পাঠানো হয়। বাসিন্দারা ভবনটি খালি করছেন।  একটি হিন্দুমন্দিরও হেলে পড়েছে।

নালার খনন কাজের সময় দুই পাশে নিরাপত্তা বেষ্টনী না দেয়ায় ভবন হেলে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তারা বলেন, ভবন সংলগ্ন গুলজার খাল দুই বছর ধরে খনন করছে সিডিএ। খাল খনন কাজের জন্য একটি ভবনের কিছু অংশ আগে ভেঙে ফেলা হয়েছে। কিন্তু অন্যান্য অংশ ঝুঁকিপূর্ণ ছিল। রাত ১১টার দিকে, দেখা গেল ভবনটি কাঁপছে। তাৎক্ষণিকভাবে সবাই ভবন থেকে বেরিয়ে আসেন। অন্য ভবনের বাসিন্দারা রাত ১২টা ১০ মিনিট পর্যন্ত অবস্থান করছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয়রা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ