16 C
আবহাওয়া
১১:১১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু

করোনায় চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম : করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের কোভিড শনাক্তকরণ আরটিপিসিআর ল্যাবের চিকিৎসক ডা. মোহাম্মদ হাসান মুরাদ মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় ১৩ জন চিকিৎসকের মৃত্যু হলো।

সোমবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় নগরীর পার্কভিউ হাসপাতালে আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পার্কভিউ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে  ডা. হাসান মুরাদ বেশ কয়েকদিন ধরে  পার্কভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

ডা. মোহাম্মদ হাসান মুরাদ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী । এছাড়া তিনি মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ছিলেন।

বিএনএ/ওজি

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ