20 C
আবহাওয়া
৮:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » আ জ ম নাছির ও বিদ্যুৎ বড়ুয়া সংবর্ধিত

আ জ ম নাছির ও বিদ্যুৎ বড়ুয়া সংবর্ধিত

আ জ ম নাছির ও বিদ্যুৎ বড়ুয়া সংবর্ধিত

বিএনএ,চট্টগ্রাম: করোনাকালে মানবতার সেবায় অনন্য অবদানের জন্য আ জ ম নাছির উদ্দীন ও ডা. বিদ্যুৎ বডুয়াসহ স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা দিয়েছে মুজিববর্ষ উদযাপন পরিষদ বায়েজিদ থানা শাখা।

রোববার (২০ ডিসেম্বর) শেরশাহ কলোনির ডা. মাজহারুল হক শাহ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আ জ ম নাছির বলেন, করোনার সংকটময় সময়ে জাতি যখন জীবন-মৃত্যুর দোলাচলে, মানুষ যখন করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়ে পড়েছে- সেই সংকটময় মুহুর্তে নগরের সকল শ্রেণির পেশাজীবীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো উপহার তুলে দিয়েছি। দিন-রাত ঘুরে বেরিয়েছি ওয়ার্ড থেকে ওয়ার্ডে। পাশাপাশি নগর আওয়ামীলীগের পক্ষ থেকে তৃণমূল নেতাদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেছি। রাজনীতিকের লক্ষ্যই হচ্ছে মানুষের পাশে থাকা। মানুষের সুখে দুখে এগিয়ে আসাই রাজনীতির মূলমন্ত্র। মানুষ চিরদিন বেঁচে থাকে না, বেঁচে থাকে তার কর্ম।

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী, আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য ডা. বিদ্যুৎ বডুয়া বলেন, সময়ের প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে মানবিকতা। যে কাজে মানুষের কল্যাণ নিহিত তার মাঝেই মানুষ বেঁচে থাকে। তাই মানবতার যে কোনও সংকটে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে।

বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য করেন।

অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধুর আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বইগুলো স্থানীয় রাজনৈতিক নেতাদের মাঝে বিতরণ করা হয়। এসময় এতিম ও দু:স্থদের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ