22 C
আবহাওয়া
৯:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » নির্বাচন সুষ্ঠু করতে যা যা দরকার সব করবো : নতুন সিইসি

নির্বাচন সুষ্ঠু করতে যা যা দরকার সব করবো : নতুন সিইসি


বিএনএ ঢাকা: নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দীন বলেছেন,  অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার, তা তা করব ইনশাআল্লাহ। এ দায়িত্ব যখন আসছে, আমাদের সুষ্ঠুভাবে পালন করতে হবে সবার সহযোগিতা নিয়ে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন।

নবগঠিত এই কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আরও চারজন। তারা হলেন- সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

দেশের চতুর্দশ সিইসি হিসেবে নিয়োগ পাওয়া নাসির উদ্দীন এক সময় ছিলেন তথ্য সচিব। অন্তর্বর্তী সরকার সম্প্রতি তাকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছিল। এবার তাকে দেওয়া হল নির্বাচন কমিশনের দায়িত্ব।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ