বিএনএ,ঢাকা: ঝালকাঠি-১ (রাজাপুর কাঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে আদালতে তোলা হয়। তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় শুনানি না করেই কাঠালিয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজ বিনতে শহীদ তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে শুনানি করা হবে বলে আদালত জানান।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকেআদালত এ নির্দেশ দেন।
এর আগে বুধবার ঝালকাঠির রাজাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রত্যক্ষর্শীরা জানান, শাহজাহান ওমরকে আদালতে নেওয়ার পথে তার ওপর ডিম ও জুতা নিক্ষেপ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়,বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের গাড়িবহর ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। বুধবার রাতে তার বাড়িতে এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে রাজাপুরের বাড়িতে ফেরার পথে পেংরি নামক স্থানে তার গাড়িতে হামলা হয়।
উল্লেখ্য, বিএনপির সঙ্গে প্রায় ৪০ বছরের রাজনীতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি। তবে গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি।
বিএনএনিউজ/ আরএস