18 C
আবহাওয়া
১২:৪৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নিল আইসিসি

শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নিল আইসিসি

আইসিসি

বিএনএ, স্পোর্টস ডেস্ক : আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক স্বত্ব হারালো লঙ্কানরা। টুর্নামেন্টটি শ্রীলঙ্কার বদলে দক্ষিণ আফ্রিকায় হবে বলে জানিয়েছেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেয় আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি হস্তক্ষেপের কারণে গত ১০ নভেম্বর শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্যপদ স্থগিত করে আইসিসি। সদস্যপদ স্থগিত হওয়ার কারলে যুবাদের আগামী বিশ্বকাপ আয়োজনের সুযোগ হারালো শ্রীলঙ্কা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের খেলা চালিয়ে যেতে পারবে লঙ্কানরা।

আইসিসির সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয় যে, এখনই নিষেধাজ্ঞামুক্ত হচ্ছে না শ্রীলঙ্কা। তবে দেশটিতে স্বাভাবিক ক্রিকেট প্রক্রিয়া চালু থাকবে।এমনকি সদস্যপদ স্থগিত রাখা হলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারবে শ্রীলঙ্কা।

দক্ষিণ আফ্রিকার পাশাপাশি আয়োজক হিসেবে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের নামও আলোচনায় ছিল। তবে ক্রিকেটীয় অবকাঠামোর দিক থেকে এগিয়ে থাকায় আয়োজনের দায়িত্ব পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ