17 C
আবহাওয়া
৬:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢালী গ্রেপ্তার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢালী গ্রেপ্তার


বিএনএ, ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। মঙ্গলবার দুপুর ২টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মোহাম্মদপুর এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মূলহোতা। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

আতাউর রহমান ঢালী বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা ছিলেন। আশির দশকে বাম ঘরানার ছাত্র সংগঠন নিয়ে ছাত্র মৈত্রী গঠন করা হলে তিনি সাধারণ সম্পাদক হন। পরে জাতীয় রাজনীতিতে তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা হন।

গত ২৮ অক্টোবরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় কয়েকটি মামলা করে পুলিশ।

ওইসব মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় কয়েকজন নেতাসহ আসামির তালিকায় আতাউর রহমান ঢালীও রয়েছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ