গাজার ২৮টি অপরিণত(প্রিম্যাচিউর) শিশুকে মিশরীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সোমবার(২০ নভেম্বর ২০২৩) গভীর রাতে যুদ্ধবিধ্বস্ত গাজার রাফাহ ক্রসিং দিয়ে এসব ফিলিস্তিনি শিশুকে মিশরে স্থানান্তর করা হয়।
এরআগে গাজার স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার ফেসবুকে পোস্ট করা একটি বিবৃতিতে জানান ” রাফাহ স্থলবন্দরে ২৮টি অকাল শিশু পৌঁছেছে”।
তিনি উল্লেখ করেন যে “শিশুদের বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকেল টিম এবং অত্যাধুনিক সুবিধা দিয়ে সজ্জিত হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে,”।
ফিলিস্তিন ও ইসরাইল যুদ্ধের খবর
গত রবিবার ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি ঘোষণা করেছে, ইসরায়েলি সেনাবাহিনীর চাপের মুখে উত্তর গাজার আল-শিফা হাসপাতাল থেকে ৩১টি অকাল শিশুকে সরিয়ে নিয়ে গেছে। এ সব শিশুদের রাফাহ-এর এমিরাতি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফিলিস্তিন ও ইসরাইল যুদ্ধে গাজার হাসপাতালগুলো ঘেরাও করে রেখেছে ইসরাইলী সেনা সদস্যরা।
সোমবার এমিরাতি হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটের প্রধান, মোহাম্মদ সালামা সংবাদ সংস্থাকে বলেন, গাজার আল-শিফা মেডিকেল কমপ্লেক্স থেকে আগত ৩১ জনের মধ্যে ২৮টি অপরিণত(প্রিম্যাচিউর) নবজাতককে উন্নত চিকিৎসার জন্য মিশরে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, যে তিনটি শিশু হাসপাতালে রয়ে গেছে, তাদের মধ্যে দুজন তাদের স্বাস্থ্যের স্থিতিশীলতার জন্য তাদের পরিবারের অনুরোধে অবস্থান করছে।সূত্র : দৈনিক সাবাহ্।
বিএনএনিউজ২৪,জিএন