21 C
আবহাওয়া
১১:৫৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » হুতি যোদ্ধাদের ভয়ে পথ পাল্টাল দুই ইসরায়েলি জাহাজ

হুতি যোদ্ধাদের ভয়ে পথ পাল্টাল দুই ইসরায়েলি জাহাজ


বিএনএ, বিশ্বডেস্ক :  ইসরায়েলি ব্যবসায়ীর মালিকানাধীন একটি  জাহাজ আটকের  পর ইয়েমেনের হুতি যোদ্ধাদের ভয়ে পথ পাল্টাল দুই ইসরায়েলি জাহাজ।। জাহাজ দুটির নাম গ্লোভিস স্টার এবং হার্মিস লিডার।

সশস্ত্র এ গোষ্ঠী হুঁশিয়ারির করে বলেছে, ইসরায়েলি জাহাজ তাদের জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু।’

রোববার (১৯ নভেম্বর) লোহিত সাগরে ২৫ জন ক্রুসহ গ্যালাক্সি লিডার নামের একটি বিশাল জাহাজ আটক করে হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, জাহাজটির আংশিক মালিক এক ইসরায়েলি ধনকুবের।

রয়টার্স জানায়, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজ জব্দের পর ভয়ে পথ পাল্টেছে একই কোম্পানির আরও দুটি জাহাজ। শিপিং ডেটা ও ব্রিটিশ মেরিটাইম কোম্পানি আম্ব্রের সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, হার্মিস লিডার শ্রীলঙ্কার হাম্বানটোটা থেকে যাত্রা শুরু করেছিল। কিন্তু পরে মুখ ঘুরিয়ে আবার সেদিকেই ফিরে গেছে।আর লোহিত সাগরে বেশ কয়েক ঘণ্টা ভেসে বেড়িয়েছে গ্লোভিস স্টার। পরে আবারও সে তার যাত্রা শুরু করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ