বিএনএ, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক এক শিক্ষার্থী ভর্তিচ্ছু শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় আটক হয়েছেন।রোববার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ফুট ওভারব্রিজ থেকে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা তাকে আটক করেন।
আটককৃত শিক্ষার্থীর নাম সাজ্জাদ হোসেন সায়েম। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঢাকার খিলগাঁওয়ের বালুর পাড়া।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সায়েম ওভারব্রিজের ওপর ছিনতাইয়ের সময় বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা তাকে আটক করেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল-হাসান বলেন, ছিনতাইকালে তাকে হাতেনাতে আটক করে শিক্ষার্থীরা। আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি। পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের ১৩ হাজার শিক্ষার্থীর স্বার্থে এমন কয়েকজন শিক্ষার্থীর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিবে না। সে এর আগেও এমন কাজ করেছে।
আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ছিনতাইয়ের কাজে জড়িত থাকা অবস্থায় শিক্ষার্থীরা তাকে আটক করে। আমরা অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেবো।
বিএনএ/ শাকিল, ওজি