18 C
আবহাওয়া
১:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

ট্রাকের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বন্দর থানাধীন এলাকায় ট্রাকের ধাক্কায় মো. ইব্রাহিম (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বন্দরের আইসিটি ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম ভোলার চরফ্যাশন এলাকার জাহাঙ্গীরেরে ছেলে। জাহাজে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। ইপিজেড এলাকার লেবার কলোনিতে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, বন্দরের আইসিটি ২ নম্বর গেইট এলাকায় ট্রাকের ধাক্কায় এক শ্রমিক গুরুতর আহত হয়। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ চমেক মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ