27 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লা সেনানিবাসে স্টার লাইন কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুমিল্লা সেনানিবাসে স্টার লাইন কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুমিল্লা সেনানিবাসে স্টার লাইন কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিএনএ, ফেনী: কুমিল্লা সেনানিবাসে ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের আয়োজনে ৩য় স্টার লাইন কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) বিকালে ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সভাপতি ও জিওসি ৩৩ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মো. মাইনুর রহমান এসইউপি, এডব্লিউসি, পিএসসি।

বিশেষ অতিথি ছিলেন স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইয়ের পরিচালক হাজী আলাউদ্দিন। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এর আগে সকাল ৯ টার দিকে কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাব মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

দিনব্যাপী এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যসহ ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল মো. মাইনুর রহমান তার বক্তব্যে সেনা কর্মকর্তাদের প্রতিযোগিতামূলক এ আয়োজনে পাশে থাকায় স্টার লাইন গ্রুপের প্রশংসা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে হাজী আলাউদ্দিন বলেন, স্টার লাইন গ্রুপ ক্রীড়াঙ্গণে বরাবরে উৎসাহ ও প্রেরণা দিয়ে আসছে। এই উৎসাহ দিতে আমরা ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে পাশে ছিলাম, আছি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো।

আরও পড়ুন: পূজায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না: পুলিশ সুপার

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, পরিচালক জামাল উদ্দিন, পরিচালক ছায়েদুল হক মিন্টু, পরিচালক মাহমুদুল হক চৌধুরী মনির, পরিচালক মাঈন উদ্দিন, ফেনী জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য কেবিএম জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাংবাদিক জসিম মাহমুদ, দৈনিক নয়াপয়গম’র সম্পাদক এনামুল হক পাটোয়ারী, দৈনিক ডিজিটাল সময় পত্রিকার সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২০ জনের মৃত্যু

এছাড়াও পৌর কাউন্সিলর আশ্রাফুল আলম গীটার, সাইফুর রহমান সাইফু, বাজুস ফেনী জেলা কমিটির সভাপতি ইসমাইল হোসেন খোকন, ফেনী চেম্বারের পরিচালক তাজুল ইসলাম ভূইয়া, প্রীতম ফর্নিচারের স্বত্বাধিকারি মো. শাহজাহান, ফেনী চেম্বারের সাবেক পরিচালক আব্দুল মোতালেব হুমায়ুন, ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর আবু আহমদ আবু, শ্রমিক নেতা আজম চৌধুরী, ব্যবসায়ী লিটন পাটোয়ারী প্রমুখ।

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ