20 C
আবহাওয়া
৯:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » পূজায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না: পুলিশ সুপার

পূজায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না: পুলিশ সুপার

পূজায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না পুলিশ সুপার

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ বলেছেন, প্রতিবারের মত এবারেও কেন্দ্রীয় ও জেলা পূজা উদযাপন কমিটির সাথে আমাদের একাধিক বৈঠক হয়েছে।

আমরা থানা অফিসার ইনচার্জদের (ওসি) নিরাপত্তার বিষয়ে সার্বিক নির্দেশনা দিয়েছি। আমাদের আইনশৃংখলা বাহিনী পূজার নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি অতীতের মত কোন অপশক্তি পূজায় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবে না।

শনিবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় আনোয়ারা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পূজার সার্বিক বিষয় স্থানীয় পূজা কমিটিকে দেখতে হবে। এটাকে শুধু পূজা নয় উৎসব হিসেবে দেখতে হবে সবার। প্রতিমা বানানো থেকে সবকিছু নিরাপত্তা আমাদের রয়েছে। এর মধ্যে এখন মূল পূজা চলছে। বিসর্জনের মাধ্যমে শেষ হবে এই পূজা। আপনারা উৎসব নিয়ে পূজা উদযাপন করেন।

আনোয়ারার বড় পূজামণ্ডপ জয়কালী হাট কচিকাঁচা পূজামণ্ডপ ও রামকৃষ্ণ সেবাশ্রম পূজামণ্ডপ পরিদর্শনে যান তিনি।

আরও পড়ুন: রাউজানে এমপি ফজলে করিমের জন্মদিনে আলো পাবে ৬৯ জন

এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ, চট্টগ্রাম জেলা পূজা পূজা কমিটির নেতা, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, চট্টগ্রাম জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক সুগ্রীম মজুমদার দোলন, আনোয়ারা পূজা কমিটির সাধারণ সম্পাদক নিউটন সরকারসহ স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দ।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ