বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৩০ জন নিহত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) ভোরে এ হামলা চালানো হয় ।
দক্ষিণ গাজার রাফাহ সিটিতে কয়েকটি আবাসিক ভবনে হামলায় ১৪ জন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। ধংসস্তুুপের নিচে নিখোঁজ রয়েছেন অনেকে।
এ ছাড়া উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হন। অন্যদিকে শনিবার সকালে দক্ষিণ লেবাননের সঙ্গে সীমান্তবর্তি এলাকায় ইসরায়েলি এক সেনা নিহত এবং তিনজন আহত হয়েছেন। হামাস-ইসরায়েল যুদ্ধের পর লেবাননের হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলি বাহিনীর সংঘাত শুরু হয়েছে এবং তা দিনদিন বেড়েই চলছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের রকেট হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের এক হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় চার হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।
বিএনএ/রেহানা, ওজি