বিএনএ, বিশ্ব ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার (২০ অক্টোবর) ভোরেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
আনাদোলুর খবরে বলা হয়, শুক্রবার আল-ওমারি মসজিদে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। এতে মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সপ্তম শতাব্দীর এই মসজিদটি ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম মসজিদ।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ গাজার আল-জাহরা টাওয়ার ভবন এবং আল-বাইদার, শেখ আজলিন ও তাল আল-হাওয়া এলাকায় বোমা হামলা করেছে ইসরায়েল।
অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ এবং আল-বিরেহ শহরে বেশ কয়েকটি দিক থেকে হামলা করেছে ইসরায়েলি বাহিনী।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলার জবাবে সেখান টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।
বিএনএ/ ওজি