বিএনএ, লোহাগাড়া : সাতকানিয়ার হাসমতের দোকান ও দস্তিরহাট নামক এলাকায় ২টি অবৈধ করাতকলে উচ্ছেদ অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ।বৃহস্পতিবার(২১ অক্টোবর) বিকেলে এ অভিযান চালানো করা হয়।এ সময় করাতকল বন্ধ করে দেয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাসমতের দোকান ও দস্তিরহাট নামক এলাকায় অবৈধ করাতকলে অভিযান চালানো হয়। এসময় করাতকলের বিভিন্ন মেশিন জব্দ ও ধ্বংস করে করাতকলের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয় । এ ছাড়া করাতকল থেকে অবৈধ কাঠও জব্দ করা হয়।
এ ব্যাপারে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,বৈধ কাগজপত্র দেখাতে না পারায় হাসমতের দোকান ও দস্তির হাট নামক এলাকায় ২টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে এবং অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্হা নেওয়া হয়েছে ।
বিএনএ/রায়হান, ওজি