প্রযুক্তি ডেস্ক: বর্তমান বিশ্বের যোগাযোগের একটি অপরিহার্য ফ্রি ইমেইল সেবা হল জিমেইল। এর মাধ্যমে সহজেই ই-মেইলের মাধ্যমে ডকুমেন্ট, ছবি এবং ভিডিও শেয়ার করা সম্ভব। জিমেইল POP3 ও IMAP সুবিধাসহ আছে এবং এতে গুগল ড্রাইভ ও গুগল ফটোসের মতো সেবার ব্যবহারও রয়েছে। এই বিনামূল্যের ওয়েবমেইল সেবাটি ইন্টারনেট জায়ান্ট গুগল দিচ্ছে।
তবে, গুগল ২০ সেপ্টেম্বর ২০২৪ থেকে নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়া শুরু করেছে। সার্ভারের ওপর চাপ কমানোর জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে তারা জানিয়েছে। তাই, যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকে, তবে সেটি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া:
গুগল জানিয়েছে, যেসব জিমেইল অ্যাকাউন্ট দুই বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় আছে, সেগুলো বন্ধ করা হচ্ছে। বর্তমানে অনেকেই একাধিক জিমেইল অ্যাকাউন্ট তৈরি করেন, তবে সেগুলোর ব্যবহার হয় না। ফলে সার্ভার স্টোরেজ বাঁচানোর লক্ষ্যে গুগল এই নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
গুগলের পলিসি পেজে উল্লেখিত তথ্য:
গুগল জানিয়েছে যে, যেসব অ্যাকাউন্ট দুই বা তার বেশি বছর ধরে নিষ্ক্রিয় রয়েছে, সেগুলোকে বন্ধ করা হবে। এর আগে ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠিয়ে তাদের অ্যাকাউন্ট সক্রিয় রাখার অনুরোধ করা হবে। যদি এরপরও অ্যাকাউন্ট নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তাহলে গুগল সেই অ্যাকাউন্ট বন্ধ করবে।
আপনার অ্যাকাউন্ট সক্রিয় রাখতে করণীয়:
– আপনার জিমেইল অ্যাকাউন্টে অন্তত একবার লগ ইন করুন।
– ই-মেইল পাঠান বা গ্রহণ করুন।
– গুগলের অন্যান্য সেবাগুলো যেমন গুগল ড্রাইভ, ইউটিউব বা গুগল সার্চ ব্যবহার করুন।
বিএনএ, এসজিএন