18 C
আবহাওয়া
২:৪৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » সত্যিকারের রাজনীতিবিদ হলে, শেখ হাসিনার উচিত আদালতের মুখোমুখি হওয়া-মির্জা ফখরুল

সত্যিকারের রাজনীতিবিদ হলে, শেখ হাসিনার উচিত আদালতের মুখোমুখি হওয়া-মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনএ, ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা যদি সত্যিকারের রাজনীতিবিদ হন, তাঁর উচিত দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়া। যেটা আমার নেত্রী (খালেদা জিয়া) করেছেন। তিনি লন্ডনে ছিলেন। চলে এসে ট্রায়াল (বিচার) ফেস করছেন, জেলেও গেছেন। এমনটাই রাজনৈতিক নেতাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত।

শনিবার(২১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক অনানুষ্ঠানিক মতবিনিময়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

সংবিধান সংশোধন বা পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সংবিধানের আমূল পরিবর্তনের জন্য জনগণের ‘ম্যান্ডেট’কে (সমর্থন) সবচেয়ে নিরাপদ বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আমি যে কথাটা শুরু থেকেই বলেছিলাম, নির্বাচনটা হোক। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার-নির্বাচন কমিশন, প্রশাসন—এগুলো সংস্কার করে নির্বাচনটা করে সেখানে আপনি সবকিছু করতে পারবেন। সংসদে প্রয়োজনীয় সব পরিবর্তন করতে পারেন। সবচেয়ে নিরাপদ হবে, জনগণের ম্যান্ডেটটা নিয়ে যদি আমূল পরিবর্তন করতে চান।’

এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারে গঠিত কমিটির উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, এঁরা নিঃসন্দেহে অত্যন্ত উঁচু দরের বিশেষজ্ঞ। তাঁরা খুবই ভালো করবেন। কিন্তু তার সঙ্গে মানুষের চাওয়াটাকে নিতে হবে।

 

অন্তর্বর্তী সরকারকে বিএনপির দেয়া ‘যৌক্তিক সময়’ আসলে কত দিনের, জানতে চাওয়া হয়েছিল বিএনপি মহাসচিবের নিকট। জবাবে সুনির্দিষ্ট করে সময় বলা উচিত নয় উল্লেখ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, কারণ এটা তো কাজের ব্যাপার। তবে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে, তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। কারণ পলিটিক্যাল গভর্ন্যান্সের (রাজনৈতিক শাসন) কোনো বিকল্প নেই।

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দেশে এ ধরনের (রাজনৈতিক) পরিবর্তনের পর গভর্ন্যান্সের একটা সমস্যা দেখা দেয়, বিভিন্ন স্টেক হোল্ডারদের (অংশীজন) সমস্যা দেখা দেয়। সুযোগসন্ধানীরা একটা সুযোগ নিতে চায়। তদবির বেড়ে যায়। সবাই নতুন সরকারের কাছাকাছি যেতে চায়। এটা একটা বড় সমস্যা।’

ফ্যাসিবাদী সরকারে যাঁরা মূল দায়িত্বে ছিলেন, তাঁরা এখনো সে দায়িত্বেই রয়ে গেছে বলে দাবী করেন তিনি।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ