28 C
আবহাওয়া
৪:২৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২১, ২০২৫
Bnanews24.com
Home » চবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

চবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

চবি

বিএনএ, চবি :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুটি উপগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জেরে সিক্সটি নাইন ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) এর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহ আমানত ও শাহ জালালের সামনে সংর্ঘষের সূত্রপাত হয়। এতে উভয় গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছুঁড়তে দেখা যায়। ।

এর মধ্যে সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানের ও সিক্সটি নাইন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ও নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদাফ খান এবং সিক্সটি নাইনের নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ওরফে টিপু। এর মধ্যে সিক্সটি শাহজালাল হল ও সিএফসি শাহ আমানত হলে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনএ/ সুমন বাইজিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ