বিএনএ, ঢাকা: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চালিয়ে প্রথম দুই দিনে সোয়া দুই লাখ টাকা রাজস্ব আয় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গত সোমবার থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি থেকে উত্তরার জসীমউদ্দীন পর্যন্ত বাস চলাচল শুরু হয়।
বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনী দিনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তাদের নয়টি বাস ৩০ ট্রিপ যাতায়াত করেছে। এদিন মোট টিকিট বিক্রি হয়েছে, ১ হাজার ৮২৪টি। এতে মোট রাজস্ব আয় হয়েছে ৬৮ হাজার ৯৭৪ টাকা।
দ্বিতীয় দিনে নয়টি বাস ৪৮ ট্রিপ যাতায়াত করেছে। টিকিট বিক্রি হয়েছে চার হাজার ২২৩টি। এতে রাজস্ব এসেছে ১ লাখ ৫৬ হাজার ৮৮৬ টাকা।
সোমবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিসির বাস চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। সঙ্গে ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। উদ্বোধনের পর বেলা ১১টা ২৫ মিনিটে প্রথম বাস উত্তরা জসীমউদ্দীন রোডের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিএনএ/এমএফ