22 C
আবহাওয়া
৩:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » প্রশ্ন জটিলতায় দিনাজপুর বোর্ডে এসএসসি’র ৪ পরীক্ষা স্থগিত

প্রশ্ন জটিলতায় দিনাজপুর বোর্ডে এসএসসি’র ৪ পরীক্ষা স্থগিত

দিনাজপুর বোর্ড

বিএনএ ডেস্ক: কুড়িগ্রামে এসএসসির প্রশ্নফাঁসের ঘটনায় দিনাজপুর বোর্ডের গণিত,পদার্থ,রসায়ন ও কৃষি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম জানান, ‘প্রশ্ন নিয়ে জটিলতার কারণে’ পরীক্ষা স্থগিত করেছেন তারা।

এই চার বিষয়ের মধ্যে ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থ বিজ্ঞান, ২৫ সেপ্টেম্বর কৃষি বিজ্ঞান এবং ২৬ সেপ্টেম্বর রসায়ন পরীক্ষা হওয়ার কথা ছিল।

শিক্ষা বোর্ড জানিয়েছে, স্থগিত পরীক্ষাগুলোর তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। অন্য বিষয়ের পরীক্ষা আগের রুটিন অনুযায়ী হবে।

প্রশ্ন ফাঁসের কারণে এসব পরীক্ষা স্থগিত করা হল কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি বোর্ড চেয়ারম্যান।

স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “একটি বিশেষ উদ্ভূত পরিস্থিতির কারণে চারটি বিষয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানায় একটি মামলা হয়েছে।

“মামলার কাগজপত্র এখনও আমার হাতে আসেনি। ফলে মামলায় কী বলা হয়েছে, সেটি আমি এখনি বলতে পারছি না। কাগজ হাতে পেলে কারণ জানাতে পারব।”

এর আগে কেন্দ্রে ভুল প্রশ্ন সরবরাহ করায় যশোর শিক্ষা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়, যা নেওয়া হবে আগামী ৩০ সেপ্টেম্বর।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর