19 C
আবহাওয়া
১০:২৮ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিএনএ, রাউজান (চট্টগ্রাম) :  রাউজানে পুকুরের পানিতে ডুবে অভয় দাশ নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশু অভয় কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী তপন দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১ টার দিকে খেলতে বের হয়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির সময় তাকে পুকুরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য কমল চক্রবর্তী বলেন, পুকুরে ডুবে ওমান প্রবাসী তপন দাশের ৩ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে নেওয়া আগেই মৃত্যু হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেন।

বিএনএনিউজ২৪.কম/শফিউল, আমিন

Loading


শিরোনাম বিএনএ