14 C
আবহাওয়া
১০:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৬, মৃত্যু ১

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৬, মৃত্যু ১


বিএনএ, চট্টগ্রাম :  গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৪৭টি নমুনা পরীক্ষায় ৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ৫০ জন এবং উপজেলায় ২৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ১ হাজার ৩৮৮ জন। এসময় করোনায় উপজেলায় ১ জন মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

চট্টগ্রাম: আজকের খবর

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৫১টি নমুনা পরীক্ষায় ৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬২১টি নমুনা পরীক্ষায় ২২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৩৫৪টি নমুনা পরীক্ষায় ১৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৮২টি নমুনা পরীক্ষায় ১৪ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবে (আরটিআরএল) ১৪টি নমুনা পরীক্ষায় ১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬০টি নমুনা পরীক্ষায় ২ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩০১টি নমুনা পরীক্ষায় ১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫৫টি নমুনা পরীক্ষায় ২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষায় ২ জন ও এপিক হেলথ কেয়ার ল্যাবে ৬২টি নমুনা পরীক্ষায় ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৪টি ও ল্যাব এইডে ৭টি নমুনা পরীক্ষায় কোন করোনা রোগী শনাক্ত হয়নি। ওই দিন নমুনা পরীক্ষা হয় নি এন্টিজেন টেস্টে।

চট্টগ্রামের করোনার আজকের নিউজ

উপজেলায় ২৬ জনের মধ্যে লোহাগাড়ায় ১ জন, আনোয়ারা ১ জন, পটিয়া ২ জন, বোয়ালখলী ৩ জন, রাউজান ৪ জন, ফটিকছড়ি ২ জন, হাটহাজারী ৮ জন ও সীতাকুণ্ড ৫ জন। সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, রাঙ্গুনিয়া, মিরশ্বরাই ও সন্দ্বীপ উপজেলায় গত ২৪ ঘন্টায় কেউ করোনায় আক্রান্ত হয় নি।

চট্টগ্রামে করোনা আপডেট 

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৬ জন বেড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ  ১ হাজার ৩৮৮ জন। যাদের মধ্যে নগরে ৭৩ হাজার ৪৫৭ জন এবং উপজেলায় ২৭ হাজার ৯৩১ জন। একই সময় করোনায় ১ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮৩ জন। যাদের মধ্যে নগরে ৭০৮ জন ও উপজেলায় ৫৭৫ জন।

বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ