21 C
আবহাওয়া
১১:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সময় টিভির সম্প্রচারের অনুমতি চেয়ে চেম্বার আদালতে আবেদন

সময় টিভির সম্প্রচারের অনুমতি চেয়ে চেম্বার আদালতে আবেদন

somoy

আদালত প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচারের অনুমতি ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন করেছেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের। বুধবার (২১ আগস্ট) তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার(১৯ আগস্ট) সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। প্রতিষ্ঠানটির পরিচালক দাবি করে শম্পা রহমানের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী আহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১০ আগস্ট গুলশানের সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সেখানে সময় টিভির নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ